Reliance Industries-1Others 

পেট্রো-রসায়ন প্রকল্পে লগ্নি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ সংযুক্ত আরব আমিরশাহিতে পেট্রো-রসায়ন প্রকল্পে লগ্নি করছে। সূত্রের খবর, আবু ধাবির তাজিজের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেখানে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে রিলায়্যান্স। উল্লেখ করা যায়, তাজিজের শিল্প রাসায়নিক তালুক প্রকল্প শুরু হওয়ার কথা ২০২৫ সালে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এই প্রকল্পে যেসব রাসায়নিক পণ্য উৎপাদন হবে সেগুলি বস্ত্র, পিভিসি তৈরি ও জল শোধনে কাজে লাগবে।

Related posts

Leave a Comment