ঋণে ভর্তুকির মেয়াদ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঋণে ভর্তুকি। সূত্রের খবর, রফতানিকারী সংস্থাগুলির জন্য ঋণের সুদে ভর্তুকির যে প্রকল্প রয়েছে, তার মেয়াদ আরও ১ বছর বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ করা যায়, ছোট-মাঝারি শিল্পকে রফতানিতে উৎসাহ দিতে ২০১৮ সালে সুদে ভর্তুকির পরিমাণ ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করে কেন্দ্র।

