RITES LimitedOthers 

১৭০ ইঞ্জিনিয়ারিং পেশাদার নিচ্ছে রাইটস লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিভিল, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল শাখায় ১৭০ ইঞ্জিনিয়ার নিচ্ছে রাইটস লিমিটেড। এটি রেল মন্ত্রকের অধীনস্থ ভারত সরকারের একটি উদ্যোগ। নিয়োগ হবে চুক্তিতে।

ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ব্যাকলগ-সহ ৫০টি (এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী ২)। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ বি এসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে কনস্ট্রাকশন সুপারভিশনে ২ বছরের অভিজ্ঞতা। (ভ্যাকান্সি নং ১৪/ ২০)

ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ব্যাকলগ-সহ ৩০টি (এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী ১)। ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ বি এসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ২ বছরের অভিজ্ঞতা। (ভ্যাকান্সি নং ১৫/ ২০)

ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): শূন্যপদ ব্যাকলগ-সহ ৯০টি (এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী ৩)। মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ বি এসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে কোয়ালিটি অ্যাশিওরেন্স/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ২ বছরের অভিজ্ঞতা। (ভ্যাকান্সি নং ১৬/ ২০)

ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে অন্তত ৬০ শতাংশ নম্বর/ প্রথম শ্রেণি পেয়ে থাকতে হবে। অন্যদিকে, তফশিলি/ ওবিসি/ শারীরিক প্রতিবন্ধীরা অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এআইসিটিই স্বীকৃত হতে হবে।

১-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণি/ শারীরিক প্রতিবন্ধী/ আর্থিকভাবে দুর্বল/ প্রাক্তন সমরকর্মী/ জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দারা বয়সের ছাড় পাবেন।

বেসিক পে থোক ১৯,৮৬০ টাকা। এর সাথে ভাতা – নন মেট্রো সিটির ক্ষেত্রে ৬৫ শতাংশ, মুম্বই/ ব্যাঙ্গালোর ছাড়া বাকি মেট্রো সিটির ক্ষেত্রে ৭০ শতাংশ এবং মুম্বই/ ব্যাঙ্গালোর মেট্রো সিটির ক্ষেত্রে ৭৫ শতাংশ। সব মিলিয়ে পারিশ্রমিক প্রায় ৩৫,১৫২ টাকা।

প্রার্থিবাছাই হবে অভিজ্ঞতা (৫ শতাংশ ওয়েটেজ), লিখিত পরীক্ষা (৬০ শতাংশ ওয়েটেজ) ও ইন্টারভিউ (৩৫ শতাংশ ওয়েটেজ) -এর মাধ্যমে। (ইন্টারভিউয়ের ৩৫ শতাংশের মধ্যে টেকনিক্যাল অ্যান্ড প্রোফেশনাল প্রোফিসিয়েন্সিতে ২৫ শতাংশ ওয়েটেজ এবং পার্সোনালিটি কমিউনিকেশন অ্যান্ড কম্পিটেন্সিতে ১০ শতাংশ ওয়েটেজ)। লিখিত পরীক্ষা হবে কলকাতা, দিল্লি বা গুরগাঁও, চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ এবং নাগপুরে। ইন্টারভিউয়ের তারিখ বাছাই হোয়া প্রার্থীদের পরে জানানো হবে। সেসময়ে যাতায়াতের খরচ পাবেন না।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি/ প্রতিবন্ধী/ ইডব্লুএস হলে ৩০০) টাকা।

দরখাস্ত করবেন অনলাইনে http://www.rites.com ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গিয়ে, ২৬ নভেম্বরের মধ্যে। এরজন্য একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। কোনও প্রশ্ন থাকলে তা পাঠাতে পারেন rectt@rites.com আইডিতে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment