RiverBreaking News 

দক্ষিণ ২৪ পরগণায় ভাঙনের মুখে নদীবাঁধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও বাঁধ ভেঙে বিপর্যয়। দুশ্চিন্তা বেড়েছে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ ২৪ পরগণা জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের। নামখানার ঈশ্বরীপুর গ্রামে ভাঙনের মুখে নদীবাঁধ। স্থানীয় সূত্রের খবর, একদিকে নিম্নচাপের ধাক্কা অন্যদিকে পূর্ণিমার ভরা কোটােলের ভ্রূকুটি। সবমিলিয়ে নদী ও সমুদ্র সংলগ্ন বিভিন্ন এলাকা প্লাবিত করল। নামখানা ও কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকায় নদীবাঁধে ফাটল দেখা দিল। ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে বলে খবর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নামখানার ঈশ্বরীপুর পঞ্চায়েত এলাকায় হাতানিয়া- দোয়ানিয়া নামে যে নদী রয়েছে, গতকালই ওই নদীবাঁধে ফাটল দেখা দেয়। মাটির বাঁধে জোয়ারের জলস্রোতে জলও ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা মাটির বস্তা ফেলে জল আটকানোর মরিয়া চেষ্টা করেছেন।

বেশ কিছু অংশে প্রায় ২০০ মিটার নদীবাঁধের অবস্থা বিপদজনক বলে জানা গিয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে দুর্বল বাঁধ ভাঙার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আজও জোয়ার আসার পূর্বে সকাল থেকে স্থানীয় গ্রামবাসীরা বাঁধ মেরামতির কাজ করেছেন। পাশাপাশি পাহারা দেওয়ার কাজও শুরু করেছেন। দুর্যোগ না কাটা পর্যন্ত এই পাহারা চলবে বলেও জানা গিয়েছে। আতঙ্কে ভুগছেন ওই গ্রামের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আম্ফানের পর সেচ দপ্তর এই বাঁধ মেরামতি করলেও পরে আবার তা ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে জমি জটের জেরে স্থায়ী বাঁধ নির্মাণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কাকদ্বীপ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব রকম পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বাঁধ সংলগ্ন এলাকা থেকে প্রয়োজন হলে মানুষদের নিরাপদ স্থানে সরানো হবে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment