সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা রোহিতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শুভেচ্ছা রোহিতের। সূত্রের খবর, মানস জাতীয় পার্কে জন্ম নিয়েছে গন্ডার। এবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভারতীয় দলের ক্রিকেটার রোহিত শর্মা। জানা যায়, ভারতের এই ওপেনার ব্যাটসম্যান একটি ছবি দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে হেঁটে যাচ্ছে সদ্যোজাত গন্ডার। পাশাপাশি তিনি লিখেছেন, “এই কঠিন সময়ে গন্ডারের বাচ্চাটি জন্মেছে। আসুন, আমরা নিজেদের মতো করে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।”

