SputnikOthers World 

রাশিয়ার অনুমোদিত ভ্যাকসিন প্রস্তুত হবে ভারতেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার ভারতেই করোনার ভ্যাকসিন তৈরির পথে রাশিয়া। এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ ফান্ডের আধিকারিক কিরিল দিমিত্রেভ। সুত্রের খবর, করোনা আতঙ্ক থেকে বিশ্ববাসীকে কিছুটা স্বস্তি দিয়ে প্রথম প্রতিষেধক আবিষ্কারের কথা ঘোষণা করে রাশিয়া।

জানা গিয়েেছ, ১১ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন, যা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদন পেয়েছে। পাশাপািশ তিনি আরও জানান, আমার কন্যাও এই ভ্যাকসিন নিয়েছে এবং সুস্থ রয়েছে। খুব শীঘ্রই এই ভ্যাকসিনের উৎপাদন রাশিয়ায় শুরু করা হবে। সূেত্রর আরও খবর, এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক ভি’।

সূত্রের আরও খবর, ইতিমধ্যেই বিশ্বের ২০টি দেশ এই ভ্যাকসিন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে ভারতের নামও রয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, কিরিল দিমিত্রেভ এই প্রতিষেধক উৎপাদনে রাশিয়ার ‘প্রোডাকশন পার্টনার’ হিসাবে ভারতকে পাশে চেয়েছেন। ভারতে তিনি ভ্যাকসিন তৈরির জন্য প্রস্তুত। জানা গিয়েছে, মস্কো ভারতে ‘স্পুটনিক ভি’ তৈরি করতে চায়। তার জন্য ইতিমধ্যেই ভারতীয় সংস্থাগুলির সঙ্গে যোগাযোগও শুরু করা হয়েছে।

Related posts

Leave a Comment