নির্বাসন কাটিয়ে ফের ক্রিকেটে এস শ্রীসন্থ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৮ বছরের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরলেন এস শ্রীসন্থ। দীর্ঘ বিরতির পর শ্রীসন্থ ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেট মাঠে ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের জার্সিতে ফের মাঠে নামতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ৷ টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ঘোষিত কেরল দলে রাখা হয়েছে ডানহাতি এই পেসারকে ৷ দলের হয়ে পেস বোলিংকে নেতৃত্ব দেবেন শ্রীসন্থ।
উল্লেখ করা যায়, ৩৭ বছর বয়সী ক্রিকেটার ঘরোয়া টুর্নামেন্টের আগে ওয়ার্ম আপ ম্যাচে অংশ নিয়েছিলেন শ্রীসন্থ ৷ একেবারে পুরনো মেজাজে রয়েছেন তা স্পষ্ট হল।
প্রসঙ্গত,২০১৯ সালের শ্রীসন্থের আজীবন নির্বাসন কমিয়ে ৭ বছর করা হয়েছিল ৷ এরপর তাঁর ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সম্ভবনা তৈরি হয় ৷ তাঁর প্রতিক্রিয়া, তিনি আশা করেন ২০২৩ বিশ্বকাপে তিনি খেলবেন ৷ আইপিএলের নানা দল তাঁর সঙ্গে যোগাযোগ করছে ৷ আমি কামব্যাক করেছি ৷ তবে আমি এখন শুধু মুস্তাক আলি নিয়ে ভাবছি না, জিততে চাই ইরানি ও রনজি ট্রফি ৷ আমি যদি ভালো করি তাহলে আমি আরও সুযোগ পাব ৷ আইপিএলের দলগুলিও আমার সঙ্গে যোগাযোগ করছে ৷ আমায় নিশ্চিত করতে হবে যাতে আমি ফিট থাকি এবং ভালো খেলি ৷
তিনি আরও জানিয়েছেন,আমি শুধু সামনের মরশুমটা দেখছি না, পরের তিন বছরও দেখছি ৷ আমার আসল লক্ষ্য হল- ২০২৩ বিশ্বকাপ খেলা ও জেতা ৷
২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছিলেন এস শ্রীসন্থ ৷

