School Dress-2Others 

পড়ুয়াদের স্কুল-পোশাকের রঙ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্কুল-পোশাকের রঙ। রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের স্কুল-পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। স্কুল-পোশাকের ব্যাচে থাকবে বিশ্ব বাংলার লোগো। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুরুষদের জামা হবে সাদা ও প্যান্ট হবে নেভি ব্লু । পাশাপাশি মহিলাদের জামা হবে সাদা ও ফ্রক হবে নেভি ব্লু । এ বিষয়ে আরও জানানো হয়েছে, মহিলাদের সালোয়ার কামিজও হবে সাদা ও নেভি ব্লু রঙের।

Related posts

Leave a Comment