Sealdah Court-1Others 

পুরোদমে চালু শিয়ালদহ দেওয়ানি কোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পুরোদমে চালু হয়েছে শিয়ালদহ দেওয়ানি কোর্টের কাজকর্ম। আদালত সূত্রের খবর, করোনায় আবহে বন্ধ থাকা শিয়ালদহের দেওয়ানি আদালতের প্রতিটি এজলাস খুলে গিয়েছে। রাজ্য বার কাউন্সিল ও শিয়ালদহ দেওয়ানি আদালতের বার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, গত ৫ মাসের বেশি সময় ধরে শিয়ালদহের দেওয়ানি আদালত বন্ধ থাকার ফলে জমে গিয়েছে বহু মামলা। এক্ষেত্রে অনেক বিচারপ্রার্থী দূর থেকে এসেও ফিরতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে আদালতের কাছে আবেদন জানানো হচ্ছে, জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করানোর বিষয়টি।

Related posts

Leave a Comment