নতুন উৎসাহ নিয়ে শেয়ার লগ্নিকারীদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেনসেক্স আবারও সাড়ে ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। সূত্রের খবর, সূচক উঠেছে প্রায় ৯৭৬ পয়েন্ট। এক্ষেত্রে বিশেষজ্ঞরা দাবি করেছেন, করোনা পরিস্থিতিতে দৈনিক সংক্রমণ কিছুটা কম হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় নতুন উৎসাহ নিয়ে শেয়ার কিনেছেন লগ্নিকারীরা। অন্যদিকে তার সঙ্গে সংযুক্ত হয়েছে অন্য একটি বিষয়। সূত্রের আরও খবর, রিজার্ভ ব্যাঙ্কের বাড়তি ভাঁড়ারের ৯৯,১২২ কোটি টাকা কেন্দ্রকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে আবারও উৎসাহ প্রকল্প ঘোষণার বিষয় সামনে এসেছে। উল্লেখ করা যায়, স্টেট ব্যাঙ্কের বিপুল মুনাফা ও তার হাত ধরে ব্যাঙ্ক শিল্পের শেয়ার দর বৃদ্ধিতে বিশ্ব বাজারে চাঙ্গা ভাব তৈরি হয়েছে।

