Digital-paymentTechnology 

আরটিজিএসের মাধ্যমে পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দিন-রাত্রি পরিষেবা। সূত্রের খবর, রবিবার মধ্যরাত থেকে আরটিজিএসের মাধ্যমে দেশে দিন-রাত পরিষেবা চালু করা হয়েছে । ফলস্বরূপ, যে কোনও সময় ২ লক্ষ বা তারও বেশি ডিজিটাল লেনদেন করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, অক্টোবরের ঋণরীতিতে প্রথম এই ঘোষণা করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। উল্লেখ করা যায়,গত বছর ২ লক্ষের কম অঙ্কের লেনদেনের নেফট পরিষেবায় এই ব্যবস্থা চালু হয়।

Related posts

Leave a Comment