Paddy PurchangeOthers 

কৃষকদের থেকে ধান কেনা : সরকারি উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সরকারি উদ্যোগ বাড়লেও চাষিদের থেকে ধান কেনা নিয়ে সমস্যা রয়েছে। সূত্রের খবর, নভেম্বর মাসে লক্ষ্যমাত্রার থেকে কম ধান সংগ্রহ হয়েছিল এ রাজ্যে। ডিসেম্বরে সেই খামতি পূরণ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। নভেম্বর-ডিসেম্বরের প্রায় লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে বলে খাদ্যদপ্তর মনে করছে।

সূত্রের আরও খবর, নভেম্বর থেকে শুরু হওয়া নতুন খরিফ মরশুমে এখনও পর্যন্ত সাড়ে ৩ লক্ষ টনের কিছুটা বেশি ধান কিনেছে সরকার। অন্যদিকে নভেম্বর ও ডিসেম্বর মিলিয়ে প্রায় ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে সাড়ে ৬ লক্ষ টন। যে হারে ধান কেনা হচ্ছে তাতে ৩১ ডিসেম্বরের মধ্যে ওই পরিমাণ ধান কেনা যাবে বলে মনে করছে খাদ্যদপ্তর।

এ বিষয়ে আরও জানা গিয়েছে, রাজ্যের বৃহৎ অংশের ছোট ও প্রান্তিক চাষির কাছ থেকে ধান কেনা এখন সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ। এবছর রাজ্যে আমন-আউশ ধানের ফলন অনেকটাই বাড়বে বলে অভিমত কৃষি দপ্তরের। উল্লেখ্য, ২০১৯-২০ মরশুমে শুধু আমন-আউশ মিলিয়ে রাজ্যে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টন ধান হয়। চাল হয়েছিল প্রায় ১ কোটি ১৮ লক্ষ টন। ধান কাটার কাজ এখনও চলছে। গতবারের থেকে বেশি হলেও পরিমাণ কতটা দাঁড়াবে, তা এখনও জানা যায়নি। আগামী অক্টোবর বা খরিফ মরশুম পর্যন্ত সরকারি উদ্যোগে ৫২ লক্ষ টন ধান কেনার কথা, এমনটা জানা গিয়েছে। এর মধ্যে ৬ লক্ষ টন এফসিআই-এর কেনার কথা। প্রসঙ্গত, এপ্রিল থেকে নতুন বোরো ধান উঠবে। তার একটা অংশ চাষিরা সরকারের কাছে বেচতে চাইবেন। গতবার রাজ্যে ৭০ লক্ষ টন বোরো ধান হয়েছিল বলে খবর।

Related posts

Leave a Comment