jadavpurOthers Politics 

লাল ঝড়ে ধূলিসাৎ গেরুয়া, সবুজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে একাধিপত্য বাম সংগঠনের। কলাবিভাগে এসএফআই-র ধারেকাছেই ঘেঁষতে পারল না কেউ। ইঞ্জিনিয়ারিংয়ে জয়ী ডিএসএ। বিজ্ঞান বিভাগ ধরে রাখল উই দ্য ইনডিপেন্ডেন্ট। তবে প্রথমবার লড়াই করেই ইঞ্জিনিয়ারিং বিভাগে চমক দিয়েছে সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কলাবিভাগে ঝড় তোলে এসএফআই।অন্যান্য বিভাগের প্রায় সব আসনেই এগিয়ে সিপিএমের ছাত্র সংগঠন। বুধবার ৩ বছর পর যাদবপুরে ছাত্রভোট হয়। বৃহস্পতিবার প্রথম ফলপ্রকাশে বিজ্ঞান বিভাগে ৩৯টি আসনের মধ্যে ৮টিতে নির্বাচন হয়েছিল। বাকি আসনে আগেই জিতেছিল উই দ্য ইনডিপেন্ডেন্ট। এদিন ওই ৮টি আসনে জিতেছেন ডব্লিউটিআই প্রার্থীরা। উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়ী হয় ডিএসএ। প্রসঙ্গত, গতবার এবিভিপি বেনামে দাঁড়িয়েছিল, এবার নিজের নামে দাঁড়িয়ে দুশোটা ভোট কম পেয়েছে।

Related posts

Leave a Comment