বিধ্বংসী আগুন আনন্দপুরের মারুতি-সুজুকির সার্ভিস সেন্টারে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আনন্দপুরে মারুতি সুজুকির সার্ভিস সেন্টারে আগুনে পুড়ে ছাই ৩৫টিরও বেশি গাড়ি। পুড়ে ছাই সার্ভিসিংয়ে আসা গাড়িও। দমকলের অক্লান্ত পরিশ্রমে আগুন এখন নিয়ন্ত্রণে হলেও এখনো ধোঁয়ায় পরিপূর্ণ শো-রুমটি। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। শেষ খবর অনুযায়ী দমকল বাহিনী এখনো আগুন আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কিভাবে এই ভয়াবহ আগুন লাগলো পুলিশ তার তদন্ত শুরু করে দিয়েছে।