খাদ্যশস্য উৎপন্নের মাত্রা বাড়বে বলে আশা কেন্দ্রের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চলতি বছরে রেকর্ড পরিমান খাদ্যশস্য উৎপন্ন হবে,এমনটা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরে খাদ্যশস্য উৎপাদনের টার্গেট রেখেছিলো কেন্দ্র ,তা পূরণ হচ্ছে।সেই মতো এবার ২৯১.৯৫ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপন্ন হবে বলে রিপোর্টে জানিয়েছে কৃষিমন্ত্রক।আবার উৎকর্ষতা বৃদ্ধি করে খাদ্যশস্যের পরিমান লক্ষ্যে কৃষকদের ‘সায়েন্স হেলথ কার্ড ‘প্রকল্প কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয়-কৃষক কল্যাণমন্ত্রক।উল্লেখ্য,গতবার দেশে খাদ্যশস্য উৎপন্ন হয়েছিল ২৮৫.২১ মিলিয়ন টন। এবার তা ছাড়িয়ে যাচ্ছে। রেকর্ড পরিমান উৎপন্ন হওয়ায় সব্জি থেকে খাদ্যশস্যের বাজার অপেক্ষাকৃত সস্তা হবে বলে মনে করছে কৃষি মন্ত্রক। সরকারি নীতির কারণে কৃষির অভ্যন্তরীন বৃদ্ধি হচ্ছে,তা মোটেও আশানুরূপ নয় বলে অভিযোগ কংগ্রেস দলের মুখপাত্র গৌরব বল্লভ জানিয়েছেন,কৃষিতে এখনও ৩ শতাংশ হারে অভ্যন্তরীণ বৃদ্ধি হচ্ছে। এই হার কোনও ভাবেই আগামী ২০২২সালের মধ্যে কৃষকের উপার্জন দ্বিগুন করা সম্ভব হবে না।কৃষিমন্ত্রক সূত্রে খবর ,চলতি বছরে ১১৭.৪৭ মিলিয়ন ধান উৎপন্ন হবে। যা গতবার ছিল ১১৬মিলিয়ন টন।পাশাপাশি এবার গম উৎপন্ন হবে ১০৬.২১মিলিয়ন টন। এটি রেকর্ড।গতবার ছিল ১০৩ মিলিয়ন টন। দানাশস্য উৎপন্ন হবে ৪৫.২৪মিলিয়ন টন। চলতি বছরে লক্ষ্যমাত্রা ৪৮মিলিয়ন টনের চেয়ে কিছু কম উৎপন্ন হবে বলে জানাল কেন্দ্রীয় কৃষিমন্ত্রক।ডালের ক্ষেত্রে গত পাঁচ বছরে যে গড়,তার চেয়ে এবার বেশ কিছুটা বেড়ে ২৩.০২মিলিয়ন টন উৎপন্ন হবে এবং তৈলবীজ ও আখের উৎপাদনও বেশি হবে বলে আশা করছে মোদী সরকার।