BidhannagarBreaking News Politics 

বিক্ষোভের আশঙ্কায় পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে বিধাননগর কোর্ট চত্বর

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ রাজ্যে সরকারি ছুটি। একদিকে শিবরাত্রি আর অন্যদিকে ভাষা দিবস পালন। তার মাঝেই আজ বিধাননগর কোর্ট চত্বর বিক্ষোভের আশঙ্কায় পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী, ২০২০ ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে ৩ জন কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে আজিজুল রহমান নামে একজন CAA বিরোধিতাকারীকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তারপর তাকে বিধাননগর কোর্টে হাজির করানো হয়। গত ১২ তারিখ তাকে ৯ দিনের জেল হেফাজতের আদেশ দেয় আদালত।

আজ আর কিছুক্ষণের মধ্যেই তাকে দমদম সেন্ট্রাল জেল থেকে বিধাননগর কোর্টে আনা হবে। তার আগে পুলিশ, RAF, কমব্যাট ফোর্স, জল কামান, সিভিক ভলেন্টিয়ার দিয়ে বিধাননগর কোর্ট এবং ময়ূখ ভবনের আশেপাশের এলাকা ঢেকে দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়া আজিজুল রহমান একজন রাজনৈতিক ব্যক্তি, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামফ্রন্ট সবকটি বিভাগেই জয়ী হয়েছে তাই আজ তারা এখানে এসে বড়োসড়ো বিক্ষোভ করতে পারে। বিধাননগর পুলিশ কমিশনারেট এর ভারপ্রাপ্ত আধিকারিকরা এবং বিধাননগর গোয়েন্দা বিভাগ বড়োসড়ো বিক্ষোভের আশঙ্কা করছে। এলাকায় যাতে কোনো রকম উত্তেজনার সৃষ্টি না হয় তাই এতটা কড়াকড়ি প্রশাসন। বিক্ষোভকারীরা যদি উন্মত্ত হয়ে হিংসার পথ অবলম্বন করে তবে তাদের সামাল দিতে রয়েছে জল কামান, টিয়ার গ্যাস।
আরও বিস্তারিত আসছে……………..

Related posts

Leave a Comment