Bhasa DibosOthers 

“একুশ”এর ভাষা এবং ভাষার সুরক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবার এসেছে ‘একুশে’। বাঙলি তথা পৃথিবী জুড়ে এক ভিন্ন পার্বনের দিন। বাংলা ভাষার মানুষসহ সব ভাষা-ভাষী মানুষদের কাছে এক ভিন্ন অনুভূতির দিন। এক মঞ্চে জড়ো হওয়ার দিন ‘অমর-একুশে’। একুশ কাঁটাতারের বেড়া ভেঙে দেয়। বনগাঁর নিকটস্থ পেট্রোপোলে দেখা যায়, দুই দেশের মানুষ গায়ে গা ঘেঁসে বলে “আমার ভাইয়ের রক্তে রাঙানো ……”। আবার কোথাও কোথাও শোনা যায়- “আমি বাংলায় ভালবাসি,আমি বাংলাকে ভালবাসি,আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি”। মিলনক্ষেত্রই বাংলাভাষা। এই ভাষার জন্য আত্মত্যাগকে সন্মান জানিয়ে ১৯৯৯ সালে ইউনেস্কো “২১-ফেব্রুয়ারী “-কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল।একুশে এখন বাংলায় সীমাবদ্ধ নেই, একুশ এখন আ-বিশ্ব মাতৃভাষা দিবস। স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক পিটার কে অস্টিনের বক্তব্য, পৃথিবীতে বিদ্যমান প্রায় ৬,০০০ ভাষার মধ্যে অর্ধেক ভাষা বিপন্ন। একুশ শতকের মাঝামাঝি সময়ে প্রায় ৩০০০ ভাষা হারিয়ে যেতে পারে। কারণ মানুষ ইংরেজি, স্প্যানিশ, সোয়াহিলি বা হিন্দির মতো শক্তিশালী ভাষার দিকে ঝুঁকে পড়ছে। বাংলা ভাষার সুরক্ষায় আমাদের ভাবতেই হবে। আপনার মতামত প্রত্যাশা করি।

Related posts

Leave a Comment