Dibya KoronOthers Sports 

রাজধানীতে এশিয়ান কুস্তিতে ভারতের ৩ সোনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কুস্তিতে সোনার দিন ভারতের। রাজধানীতে এশিয়ান কুস্তিতে ভারতের ৩টি সোনা। ৪টি ইভেন্টের মধ্যে ৩টির ফাইনালে পৌঁছেছিলেন ভারতীয় কুস্তিগিররা। তার মধ্যে ৩টিতে সোনা এসেছে। দিনের প্রথম সোনাটি আসে দিব্যা করণের হাত ধরে। ৬৮ কেজি বিভাগে তিনি সোনা জয়ী হয়েছেন। পিঙ্কি সোনা জয়ী হয়েছিল ৫৫ কেজি বিভাগে। সরিতা সোনা জয়ী হন ৫৯ কেজি বিভাগে।

Related posts

Leave a Comment