Jarmani PanshalaOthers World 

জার্মানিতে পানশালায় বন্দুকবাজের হামলা, নিহত ৯

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবার জার্মানিতে বন্দুকবাজের হামলা। পর পর দুটি পানশালায় হঠাৎই প্রবেশ করে ৯ জনকে গুলি করে হত্যা করে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। এমনকী বাড়ি ফিরে নিজের মাকেও খুন করে ওই ব্যক্তি। এরপর আত্মঘাতী হয়। নিহতদের মধ্যে অধিকাংশই জন্মসূত্রে তুরস্কের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, আততায়ী উগ্র দক্ষিণপন্থায় প্রভাবিত ছিল এবং বিদ্বেষের কারণেই এই হত্যালীলা চালিয়েছে ওই ব্যক্তি। আরও খবর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়ো তদন্তকারীদের হাতে এসেছে, তাতে উগ্র দক্ষিণপন্থার ইঙ্গিতও পাওয়া গিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই ঘটনার পর বার্তাও দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলও।

Related posts

Leave a Comment