Sheikh Mujibur RahmanLifestyle Others 

কলকাতায় স্মরণে-শ্রদ্ধায় বঙ্গবন্ধু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা শহরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল বঙ্গবন্ধুকে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হল সাড়ম্বরেই। রাজ্য বিধানসভা এবং পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়। পাশাপাশি বিধানসভার লবিতে বঙ্গবন্ধুর ছবিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও মুজিবুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়। আবার রাজ্য বিধানসভায় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই অধিবেশনের বিরতিতে বিধানসভায় যান মুখ্যমন্ত্রী।

Related posts

Leave a Comment