West Bengal BoardEducation Others 

প্রতারণার ফাঁদ রুখতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিয়োগ নিয়ে প্রতারণা রুখতে এবার বিজ্ঞপ্তি। প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রতারণার ফাঁদ রুখতে “সতর্কীকরণ বিজ্ঞপ্তি” দিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ মার্চ এক দৈনিকের ষষ্ঠ পৃষ্ঠায় “নবপর্যায় অর্গানাইজার শিক্ষক সংগঠন” কলকাতার দেওয়া বিজ্ঞপ্তিটি সর্বৈব মিথ্যা ও প্রতারণামূলক। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সভাপতির সঙ্গে এই বিজ্ঞপ্তির সংযোগ নেই। ইতিমধ্যেই পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে বলেও খবর। পাশাপাশি প্রশাসনের উচ্চ পর্যায়ে ব্যবস্থা গ্রহণের আর্জিও জানানো হয়েছে। ওই জাল বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলা বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সংসদের (ডিপিএসসি) চেয়ারম্যান ও জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই-প্রাথমিক) উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ও এই সংক্রান্ত নথি গ্রহণ না-করার নির্দেশ দেওয়াও হয়েছে।

Related posts

Leave a Comment