French OpenOthers Sports 

ফরাসি ওপেনও পিছিয়ে গেল সেপ্টেম্বর পর্যন্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের জেরে সেপ্টেম্বর মাস পর্যন্ত পিছিয়ে গেল ফরাসি ওপেন। প্যারিসের রোলাঁ গারোয় টুর্নােমন্ট শুরু হওয়ার কথা ছিল আগামী ২৪ মে থেকে। এরপর তা প্রায় ৪ মাস পিছিয়ে দেওয়া হচ্ছে। করোনার গ্রাসে গোটা বিশ্বে জেরবার পরিস্থিতি। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট পিছিয়ে গেল। প্রসঙ্গত, ফরাসি ওপেনের পরই জুন-জুলাইয়ে শুরু হয় উইম্বলডন। তবে এখনও ঘোষিত না হলেও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ, অল ইংল্যান্ড ক্লাবের পক্ষ থেকে আগেই বলা হয়, দর্শকশূন্যভাবে তাঁরা উইম্বলডন আয়োজন করবেন না। পরিস্থিতি স্বাভাবিক না হলে উইম্বলডন পিছিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স বাতিল হয়েছিল। এটিপি ও ডব্লিউটিএ টুর্নামেন্টও স্থগিত রাখা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।

Related posts

Leave a Comment