২০ বছর পর ব্র্যাডির বদল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডি টানা ২০ বছর নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসে খেলেছিলেন। এবার টিম ছাড়লেন তিনি। জানা গিয়েছে, মোট ৬ বার সুপারবোল জয়ী হন প্যাট্রিয়টসের হয়ে। ৪১ বছর বয়সে ২০১৮ সালে শেষেরটি পান। পাশাপাশি আরও ৩ বার সুপারবোলে খেলেছিলেন। সেই ৩ বার রানার্স হন টম ব্র্যাডি।