rabindranathOthers 

খড়গপুরে রবীন্দ্রনাথের চিঠির হদিশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খড়্গপুরের খরিদা মন্দিরতলা একটি মাটির বাড়ির ভাঙার কাজ চলছিল। সেখানেই পাওয়া গেল রবীন্দ্রনাথের চিঠির হদিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি বর্তমানে মুখার্জি পরিবারের কাছ থেকে একটি পরিবার ক্রয় করে। বাড়ির প্রায় ৮০ শতাংশ ভাঙা হয়ে যায়।এরপর পুরনো তালা ভাঙতেই অবাক করা ঘটনা। তিনটি ট্রাঙ্কের মধ্যে একটি ট্রাঙ্ক খুলতেই উত্তরীয়, বিবর্ণ হয়ে যাওয়া খাতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সই করা একটি চিঠির সন্ধান মেলে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই চিঠি নাকি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন খড়্গপুর কলেজের প্রথম অধ্যক্ষ,শান্তিনিকেতনের ছাত্র ড.হিমাংশুভূষণ সরকারকে। অন্যদিকে বাংলা সাহিত্যের গবেষকদের সূত্রে জানা গিয়েছে, ১৯৩৪সালে কলকাতায় গ্রেটার ইন্ডিয়ান সোসাইটি থেকে প্রকাশিত হয়েছিল ড.সরকারের গবেষণালব্ধ কাজ “ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সেস অন দ্য লিটারেচার অফ জাভা এন্ড বালি”। এই বইটি পড়ার পর খুশি রবীন্দ্রনাথ এই চিঠি লিখেছিলেন ড.হিমাংশু ভূষণ সরকারকে। তবে মূল চিঠি কোথায় সে বিষয়ে বিশদে জানা যায়নি। রবীন্দ্র গবেষকরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভাবনা-চিন্তা শুরু করেছেন।

Related posts

Leave a Comment