ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাংলায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এখনও আকাশ পরিষ্কার থাকলেও আগামীকাল থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল পশ্চিমের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, সপ্তাহের শেষে আবারো ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, সপ্তাহের মাঝামাঝিতে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তার জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। যার থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে ঝড়-বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ মৃদু বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।