নৌসেনাতেও মহিলাদের স্থায়ী পদে নিয়োগে শীলমোহর সুপ্রিম কোর্টের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সেনাবাহিনীর পর এবার নৌবাহিনীতেও মহিলাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আজ সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, এখন থেকে মহিলা অফিসাররাও পুরুষ অফিসারদের মতো একই সুযোগ-সুবিধা পাবেন। কোনও রকম লিঙ্গ বৈষম্য না রেখে পুরুষ ও মহিলাদের সঙ্গে সমান আচরণ করা উচিত। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এক বেঞ্চের তরফে জানানো হয়, বর্তমানে যেসব মহিলারা দেশের সেবায় নিয়োজিত আছেন তাদের স্থায়ী পদে নিয়োগ না করা হলে মহিলাদের ওপর চরম অন্যায় করা হবে।
প্রসঙ্গত, গত মাসেই সেনা বাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশনড পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। জানা গিয়েছে, বায়ুসেনাতেও প্রচন্ড চ্যালেঞ্জ নিচ্ছেন মহিলারা। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার প্রথম নেভাল পাইলট হিসেবে নিযুক্ত হয়েছিলেন সাব লেফটেন্যান্ট শিভাঙ্গী। বর্তমানে তিনি বায়ুসেনার নজরদারি ড্রর্নিয়ার এয়ারক্রাফট চালাচ্ছেন। অন্যদিকে, বায়ুসেনার ফ্লাইট কমান্ডার হিসেবে কাজ করছেন এ ধামি।