করোনা মোকাবিলায় ভারতের প্রশসংসা করল “হু”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের মোকাবিলায় শুরু থেকে কড়া পদক্ষেপ করেছে ভারত। ভারতে করোনা ভাইরাসের মোকাবিলায় মোদী সরকারের পদক্ষেপের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ভারতে করোনা সংক্রমণ এখনও পর্যন্ত অনেকটাই কম। সে জন্য কেন্দ্রীয় সরকারকে কৃতিত্ব দিলেন World Health Organization-এর কর্তা হেঙ্ক বেকেডাম। করোনার সংক্রমণ আটকাতে দেশের বিমানবন্দরগুলিতে গোড়া থেকেই শুরু হয়েছিল পরীক্ষা। এর পাশাপাশি চলেছে জনসচেতনার প্রচার।নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রচারে নামেন নরেন্দ্র মোদীও। সার্কভূক্ত দেশগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ের উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারতে হু-র প্রতিনিধি হেঙ্ক বেকেডাম বলেন, ”করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার ও প্রধানমন্ত্রীর দফতরের দায়বদ্ধতা অসাধারণ। এজন্যই ভারতে সংক্রমণ এখনও পর্যন্ত অনেক কম। যেভাবে সব কিছু করা হয়েছে, তাতে আমি প্রভাবিত।”