Imran Khan KoronaWorld 

করোনার কোপে পাকিস্তানে মৃত ১ আক্রান্ত ১৯১

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার গ্রাসে পাকিস্তান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের এক নাগরিকের মৃত্যু হল। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদ এর বাসিন্দা। গতকাল রাত্রে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যাক্তিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তাঁর জ্ঞান ছিল না। তারপরেই আজ সকালে ওই ব্যাক্তির মৃত্যু হয়।

বর্তমানে পাকিস্থানে করোনা আক্রান্তের সংখ্যা ঝড়ের বেগে বেড়ে চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে গত ২৪ ঘণ্টায় ১১৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আজ আবার ৫জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে সিংহভাগই সিন্ধ প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই মুহূর্তে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১।

এমতাবস্থায় দেশের এই পরিস্থিতির জন্য অনেকেই প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে দোষারোপ করছেন। পাকিস্তানের কোথাও সঠিকভাবে আইসোলেশন এর ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগের আঙ্গুল তুলেছেন অনেকেই। তাঁদের অভিযোগ, সরকার প্রাথমিকভাবে কোন সর্তকতা নেয়নি। সরকারের তরফ থেকে তীর্থযাত্রীদের কোনও শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়নি।

সূত্রের খবর, করাচি বিমানবন্দরে ইতিমধ্যেই করা সতর্কবার্তা জারি করা হয়েছে, যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। অন্যদিকে, সিন্ধ প্ৰদেশের একজন সরকারি মুখপাত্র মুর্তাজা ওয়াহাব জানান, এই ভাইরাসের আক্রমণ ঠেকানোর জন্য প্রধানমন্ত্রী ইমরান খানের আরো কড়া পদক্ষেপ নেওয়া দরকার ছিল।

Related posts

Leave a Comment