বর্জ্য পুনর্ব্যবহার করে নতুন সামগ্রী তৈরির উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্জ্যের পুনর্ব্যবহার। অপচনশীল বর্জ্য পুনর্ব্যবহার করে নতুন সামগ্রী তৈরির উদ্যোগ।পাশাপাশি তা বিক্রি করার তোড়জোড়। নিউটাউনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হল। আয়োজক সূত্রের খবর, ৫০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজটি করবেন।নিউটাউনের এএ ব্লকের আবাসিকেরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেও খবর। সূত্রের খবর, এএ ব্লকে কঠিন বর্জ্য রয়েছে,ইতিমধ্যেই তার সমীক্ষার কাজ হয়েছে। প্রাথমিকভাবে প্লাস্টিক বোতল, খবরের কাগজ ও পরিত্যক্ত কাপড় সংগ্রহ করার কাজ হবে। পুনর্ব্যবহারযোগ্য করা ছাড়াও নতুন সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।