টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি অস্ট্রেলিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে পাকিস্তান। গ্রুপে টানা ৫টি ম্যাচ জয়ী হয়ে ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে গেল বাবর আজমের পাক দল। শারজার মাঠে স্কটল্যান্ডকে পাকিস্তান পরাজিত করল ৭২ রানে। এই ম্যাচে ১৮ বলে অপরাজিত ৫৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন বর্ষীয়ান ক্রিকেটার শোয়েব মালিক। টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৮৯-৪। জবাবে স্কটল্যান্ডের স্কোর শেষ হয় ১১৭-৬। এবার সেমিফাইনালে পাক দলের প্রতিপক্ষ অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

