খড়গপুর ডিভিশনের ১০টি স্টেশন “ইকো স্মার্ট” হচ্ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খড়গপুর ডিভিশনের ১০টি স্টেশন আইএসও ১৪০০১ : ২০১৫ শংসাপত্র পাচ্ছে। রেল সূত্রের খবর, খড়গপুর, বালাসোর, শালিমার, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মেচেদা, সাঁতরাগাছি, বাগনান এবং পাঁশকুড়া স্টেশন সম্প্রতি পরিচ্ছন্নতা, পরিবেশ-বান্ধব চরিত্র, যাত্রী স্বাচ্ছন্দ্য-সহ কয়েকটি বিভাগে এই শংসাপত্র পেতে চলেছে। উল্লেখ্য, কিছুদিন পূর্বেই এই ডিভিশনের দিঘা স্টেশন প্রথম এই শংসাপত্র পেয়েছিল। সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ১০টি স্টেশন “ইকো স্মার্ট” হিসাবে বিবেচিত হল।