সত্যজিৎ রায়ের নামে ফেলোশিপ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সত্যজিৎ রায় গবেষকদের জন্য এবার ফেলোশিপ চালু করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। চলতি বছরে সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ।সত্যজিৎ রায়কে স্মরণে রেখে চালু হচ্ছে এই ফেলোশিপ।যাঁরা সত্যজিৎ রায়কে গবেষণা করবেন তাঁরাই এই ফেলোশিপ পাবেন।এমফিল বা পিএইচডি যাঁরা করবেন তাঁরা এই ফেলোশিপের অধীনে আসতে পারবেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার ঘোষ জানিয়েছেন,আমাদের পরিকল্পনা ছিল সত্যজিতের নাম এই ফেলোশিপ চালু করার।সেই মতো কমিঠি গঠন করে তাঁরা আমরা এগিয়েছি।সত্যজিতের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্মান জানাতে পেরে আমরা গর্বিত।