নভেল করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষায় এবার নয়া পদ্ধতি চিনে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নভেল করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষার ক্ষেত্রে নয়া পদ্ধতি নিচ্ছে চিন। এই নিয়ে দ্বিতীয়বার সংক্রমণ নির্ধারণের পদ্ধতি বদলেছে চিন। করোনা ভাইরাস সংক্রামিতের সংজ্ঞার বদল এসেছে। করোনা ভাইরাসের আঁতুড়ঘর হুবেই প্রদেশে নতুন করে সংক্রমণের ঘটনা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। নতুন করে সংক্রমণ কমলেও মৃত্যুমিছিলে রাশ টানা সম্ভব হচ্ছে না বলে চিন সূত্রের খবর। চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এ পর্যন্ত ২,১১৮ জন। আক্রান্তের সংখ্যা ৭৫ হাজারের মতো। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ায়। ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। তবে, করোনা ভাইরাসেই মৃত্যু কি না, তা এখনও জানা যায়নি। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১০৪ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। এক্ষেত্রে এই মৃত্যু চিন্তা বাড়িয়েছে। অন্যদিকে, জাপানের উপকূলে “ডায়মন্ড প্রিন্সেস” নামে যে যাত্রীবাহী জাহাজ আটকে রয়েছে, সেখানে ২ জন জাপানি যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। ২ জনেরই বয়স ৮০ বছরের ঊর্দ্ধে। “ডায়মন্ড প্রিন্সেস” থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওই ব্যক্তিদের। ওই যাত্রীবাহী জাহাজে ৬২১ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। পাশাপাশি ওই জাহাজে ইতিমধ্যেই ৭ জন ভারতীয়ের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে।