প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের ফেল করানো যাবে না
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। উল্লেখ্য, সিবিএসই বর্ডার পক্ষ থেকে ইতিমধ্যেই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর, গত ১৫ মার্চ থেকে রাজ্যের সব স্কুলও বন্ধ রয়েছে। এরপর ছাত্র-ছাত্রীদের পড়াশুনোর ক্ষেত্রে সমস্যাও তৈরি হয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যে পড়ুয়া যে ক্লাসে পড়ে, তাঁকে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে। অর্থাৎ, কোনও ছাত্র-ছাত্রীকে ফেল করানো যাবে না।