সংযুক্তিকরণে উপকৃত হবেন ব্যাঙ্ক গ্রাহকরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১ এপ্রিল থেকে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হল সিন্ডিকেট ব্যাঙ্ক। ওই ব্যাঙ্ক সূত্রে খবর, এই সংযুক্তিকরণের ফলে মোট শাখার সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৯১টি। পাশাপাশি এটিএম-এর সংখ্যা দাঁড়াল ১২,৮২৯টি। সংযুক্তিকরণে উপকৃত হবেন ব্যাঙ্ক গ্রাহকরা। ওই ব্যাঙ্ক সূত্রে আরও জানান হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকরা ব্যাঙ্কিং পরিষেবা পাবেন। গ্রাহকরা আরও বেশি সহজ ও স্বাচ্ছন্দের সঙ্গে নতুন পরিষেবা গ্রহণ করতে পারবেন। ঋণ বা ডিপোজিট-এর ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবেন গ্রাহকরা। কানাড়া ব্যাঙ্কের এমডি এবং সিইও এল ভি প্রভাকর জানিয়েছেন, এই সংযুক্তিকরণের ফলে আমরা বিশ্ব প্রতিযোগিতার বাজারে বেশি কিছু ধাপ এগিয়ে যাব। গ্রাহকরাও উপকৃত হবেন। গৃহ ঋণের ক্ষেত্রে বিশেষ পরিষেবাও মিলবে গ্রাহকদের।