তৃণমূল কংগ্রেস নেতা সুখেন চক্রবর্তী প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজারহাট-গোপালপুরের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুখেন চক্রবর্তী প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পারিবারিক সূত্রের খবর, বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। কেষ্টপুরের প্রফুল্লকানন দেশপ্রিয় বিদ্যামন্দিরের শিক্ষক ছিলেন সুখেনবাবু। দীর্ঘদিনের রাজনীতির অঙ্গনে তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গেই ছিলেন। পরে তৃণমূলে যোগদান করেন।