ডিজিটাল সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আত্মপ্রকাশ করল ডিজিটাল সাহিত্য পত্রিকা “সুখপাঠ”। সূত্রের খবর, বাংলা ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়েছে ডিজিটাল সাহিত্য পত্রিকা “সুখপাঠ”। “দি ওয়াল” নিউজ পোর্টালের পক্ষ থেকে প্রকাশ পেল এই ওয়েব পত্রিকা। জানা গিয়েছে, এই মাসিক পত্রিকাটি পড়ার জন্য গ্রাহক হতে হবে। পত্রিকায় বিভিন্ন লেখার পাশাপাশি থাকছে চলচ্চিত্র, ভ্রমণ-সহ পরিবেশের ওপর শর্ট ফিল্মও। পাশাপাশি গল্পপাঠ বিভাগে শোনা যাবে অভিনেতা ও বাচিক শিল্পীদের কণ্ঠে বিশিষ্ট লেখকদের গল্প। এই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও গীতিকার চন্দ্রিল ভট্টাচার্য। এ প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছেন, ডিজিটাল মাধ্যমে আমি নিজে খুব স্বচ্ছন্দ হব না। আগামী প্রজন্ম বা চারপাশ দেখে বুঝতে পারছি, ডিজিটাল মাধ্যম হইহই করে এসে গিয়েছে। সেটা থাকবে বলেই এসেছে। আমাদের তাকে গ্রহণ করতে হবে। তাঁর আরও মন্তব্য, সুখপাঠের উদ্যোগে একই সঙ্গে এত কিছু পড়া, দেখা, শোনা যাবে, যা বেশ অভিনব। জানা যায়, “সুখপাঠ” সংস্করণের জুলাই সংখ্যায় লিখেছেন বুদ্ধদেব গুহ, সঞ্জীব চট্টোপাধ্যায়, অমিত্রসূদন ভট্টাচার্য ও অমিয় দেব প্রমুখ।

