Kolkata High Court-7Others 

৩১ জুলাই পর্যন্ত স্থগিত আয়ুর্বেদ পরীক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আয়ুর্বেদ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ৬ জুলাই থেকে শুরু হতে চলা প্রফেশনাল আয়ুর্বেদাচার্য বা বিএএমএস পরীক্ষা ৩১ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ওই পরীক্ষা নেওয়ার জন্য গত ১০ জুন নির্দেশিকা জারি করে।

এরপর পরীক্ষার্থীরা তা চ্যালেঞ্জ করে আদালতকে জানিয়েছেন, পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় তাঁরা থাকেন। লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় অনেক জায়গা এখনও কন্টেইনমেন্ট জোন ঘোষিত হয়ে রয়েছে। এই অবস্থায় থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় তাঁদের পক্ষে হাজির হওয়া অসম্ভব। আদালত সূত্রের আরও খবর, তাঁদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য এই প্রসঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সচিবের ২৭ জুন জারি করা “অ্যাডভাইজরি” তথা নির্দেশিকার উল্লেখ করেন। সেখানে স্পষ্টই বলা রয়েছে, ২০২০ সালের আন্ডার গ্র্যাজুয়েট (ইউজি) এবং পোস্ট-গ্র্যাজুয়েট (পিজি) পরীক্ষার ব্যাপারে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি অনুসরণ করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনজীবী সুপ্রতীক রায় জানিয়েছেন, ১০ জুনের নির্দেশিকা প্রকৃতপক্ষে সেন্ট্রাল কাউন্সিল অব ইন্ডিয়ান মেডিসিন দ্বারা ৩ জুন প্রকাশিত নির্দেশিকা অনুসরণে জারি করা হয়েছে। সেই সূত্রে বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট সময়কালের মধ্যে পরীক্ষার আয়োজন করতে হবে।

Related posts

Leave a Comment