তাপপ্রবাহ বেড়ে যাওয়ার আশঙ্কা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তাপপ্রবাহের আশঙ্কা ছিল। বাংলায় নির্বাচনী আবহের সঙ্গে তাপপ্রবাহও বেড়েছে। চোখরাঙানি চলছে গ্রীষ্মেরও। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ বাড়বে। উল্লেখ করা যায়, সাধারণভাবে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে এই সময় তা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হয়, এটিকে তাপপ্রবাহ বলা হয়ে থাকে আবহবিজ্ঞানী মহলে।

