Corona Vaccine-1Health Others 

রাজ্যে করোনা প্রতিষেধক নেওয়া গ্রাহকের সংখ্যা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে করোনা আবহে প্রতিষেধক নেওয়া গ্রাহকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লক্ষের কাছাকাছি। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট ৪৯ লক্ষ ৬২ হাজার জন প্রতিষেধক নিয়েছেন। অন্যদিকে কো-উইন পোর্টালের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ২৫১০টি কেন্দ্রে ২ লক্ষ ৬ হাজার ৮২৯ জন প্রতিষেধক গ্রহণ করেছেন। স্বাস্থ্য দফতর সূত্রে আরও খবর, এখনও পর্যন্ত প্রবীণ ও ৪৫ বছর থেকে বয়সের লোকজন মিলিয়ে ১ লক্ষ ৮০ হাজার ২৩১ জন প্রতিষেধক নিয়েছেন। এক্ষেত্রে আরও জানা যায়, প্রতিষেধক নেওয়ার পর একজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও পর্যবেক্ষণে রাখার পর তাঁকে বাড়ি ছেড়ে দেওয়া হয়।

Related posts

Leave a Comment