Suprim Court-1Lifestyle Others 

আনুষ্ঠানিক প্রমাণ ও স্ত্রীর সম্মতি ছাড়া দত্তক বৈধ নয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আনুষ্ঠানিক প্রমাণ ও স্ত্রীর সম্মতি ছাড়া দত্তক গ্রহণ বৈধ নয়, জানাল সুপ্রিমকোর্ট। দত্তক গ্রহণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক প্রমাণ ও স্ত্রীর সম্মতি- এই দুটি শর্তের প্রমাণ ছাড়া কোনও শিশুর দত্তক গ্রহণ বৈধ বিবেচিত নয়। হিন্দু দত্তক আইনকে উদ্ধৃত করে এমনই রায় দিয়েছে সুপ্রিমকোর্ট। প্রসঙ্গত, সম্পত্তি বিবাদ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন এম বানাজা নামে এক মহিলা। তাঁর আবেদন খারিজ করে এই রায় দিয়েছে বিচারপতি এল নাগেশ্বর রাও ও দীপক গুপ্তাকে নিয়ে গড়া শীর্ষ আদালতের বেঞ্চ। এ প্রসঙ্গে এম বানাজার বক্তব্য ছিল, খুব ছোটবেলায় তাঁর বাবা-মা মারা যান। মামা-মামির কাছে বড় হয়েছেন। মামা তাঁকে দত্তক নিয়েছিলেন। আদালতে পেশ করা স্কুল-কলেজের রেকর্ড ও অন্য সরকারি নথিতে বানাজার অভিভাবক হিসেবে মামা ও মামির নামই রয়েছে। এরপর বিবাদের সূত্রপাত হয় ২০০৩ সালে। মামার মৃত্যু হতেই দত্তক গ্রহণের প্রক্রিয়া অস্বীকার করে মামার অর্ধেক সম্পত্তির ভাগ বানাজাকে দিতে অস্বীকার করেন তাঁর মামি। এরপর এই রায়।

Related posts

Leave a Comment