মহিলা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগে প্রথম সারিতেই পশ্চিমবঙ্গ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চলতি ২০১৯-২০২০ আর্থিক বছরে প্রায় ১ হাজার ৩০০ জন মহিলাকে চালক হিসেবে নিয়োগ করেছে রেল। মহিলা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের ক্ষেত্রে সারা দেশের নিরিখে প্রথম সারিতেই পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবসে নারীশক্তি বিকাশের লক্ষ্যে এই তথ্য সামনে এনেছে রেল। রেল সূত্রের খবর, ২০১৯-২০২০ সালের অর্থবর্ষে সারা দেশে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে ২৭ হাজারেরও বেশি কর্মী নিয়োগ হয়েছে। এক্ষেত্রে মহিলা এএলপি-র সংখ্যা ১ হাজার ২৮০ জন। সারা দেশের নিরিখে এই তালিকায় পশ্চিমবঙ্গের স্থান ষষ্ঠতম। আবার বাংলায় ১১০ জন মহিলা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিযুক্ত হয়েছেন ২০১৯-২০২০ সালের আর্থিক বছরে। এই তালিকার শীর্ষে উত্তরপ্রদেশ। ২১৬ জন মহিলা এএলপি হিসেবে কাজে অংশ নিয়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কেরল ১৪৫ জন ও অন্ধ্রপ্রদেশ ১৩১ জন। এরপরই বিহার, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ। রেলমন্ত্রক সূত্রে আরও খবর, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটই নয়। ২০১৯-২০২০ সালের আর্থিক বছরে ২০২০ সালের জানুয়ারি মাস পর্যন্ত এএলপি-র পাশাপাশি টেকনিশিয়ান্স এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই) পদে প্রায় ২ হাজার ২০০ জন মহিলা কর্মীকে নিয়োগ করা হয়েছে।