Kerala CaronavirusHealth Others World 

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯, কড়া পদক্ষেপ কেরলে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৯। কেরলে ৫ জন আক্রান্তের মধ্যে রয়েছে একই পরিবারের সদস্য। আবারও নতুন করে সংক্রমণের খবর আসায় কড়া সতর্কতা জারি করেছে কেরল সরকার। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, গত মাসেই ইতালি থেকে ফিরেছিলেন মধ্যপঞ্চাশের এক দম্পতি ও তাঁদের ২৪ বছরের পুত্র। বিমানবন্দরে স্ক্রিনিং এড়িয়ে গিয়েছিলেন ওই পরিবার। পথনামথিট্টা জেলার বাসিন্দা ওই ৩ জনের দুই আত্মীয়ের দেহেও করোনা ভাইরাসের উপস্থিতির সন্ধান মিলেছে। উল্লেখ্য, ভারতে এই ভাইরাস সংক্রমণের খবর প্রথম আসে কেরল থেকেই। ভাইরাসের উৎসস্থল উহান থেকে ফিরে আসা ৩ পড়ুয়ার দেহে পাওয়া যায় করোনা ভাইরাস বা কোভিড-১৯। এরপর প্রায় ১৫ দিনের মধ্যে নতুন করে আক্রান্তের সন্ধান পাওয়ায় নড়েচড়ে বসেছে কেরল প্রশাসন। বিদেশ সফর এবং রোগের উপসর্গ লুকিয়ে রাখা ব্যক্তিদের খুঁজে বার করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানা গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্পষ্ট বার্তা তথ্য লুকনো বেআইনি এবং শান্তিযোগ্য অপরাধ।

Related posts

Leave a Comment