বরানগর বইমেলা শুরু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিঁথি ময়দানে শুরু হলো বরানগর বইমেলা। আয়োজক পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড। এই বইমেলার উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় ও সাংসদ সৌগত রায়। এই বইমেলা শহর কলকাতা ও উত্তর শহরতলির সেতুবন্ধন করল। আয়োজক সূত্রের খবর ,এবারের বইমেলায় ৩০টি ষ্টল রয়েছে। এবারের বরানগর বইমেলার বিশেষ আকর্ষণ ঈশ্বয়চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উৎযাপন। পাশাপাশি বিদ্যাসাগরের বিভিন্ন ছবি নিয়ে একটি প্রদর্শনী সাজানো হয়েছে। এই বইমেলা চলবে ১৫মার্চ পর্যন্ত।