করোনা প্রসঙ্গে চিকিৎসক-বিশেষজ্ঞরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী দাপট বাড়ছে প্রতিদিন করোনা ভাইরাসের। চিন থেকে শুরু হয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। এ প্রসঙ্গে বিশেষজ্ঞ-চিকিৎসকমহলের একটি অংশের বক্তব্য ছিল, গরম পড়লে করোনা ভাইরাসের আক্রমণ কমবে। এ বিষয়ে অন্য একটি পক্ষের বক্তব্য, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ কম বা বৃদ্ধি পাওয়ার কোনও সম্পর্ক নেই। এই সংক্রান্ত বিষয়ে চিকিৎসক ও বিশেষজ্ঞমহলের স্পষ্ট বক্তব্য, কোভিড-১৯ রোগটি ছড়িয়ে পড়ছে আক্রান্ত ব্যক্তির সঙ্গে ছোঁয়াছুঁয়ির কারণেই। এক্ষেত্রে জনসমাবেশ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ। বিশ্বে মৃত্যুর সংখ্যা আপাতত ৪ হাজারের কাছাকাছি। প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। ভারতে আক্রান্তের সংখ্যা ৫০- এর দোরগোড়ায়।