বনগাঁয় বসন্ত উৎসবে শান্তিনিকেতনের পরশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বনগাঁ বিভূতিভূষণ বিএড কলেজে শান্তিনিকেতনের ধাঁচে পালিত হল বসন্ত উৎসব। এবার ভিন্ন চেহারা নিয়েছিল এই রঙের উৎসব। এক টুকরো শান্তিনিকেতনকে দেখলেন বনগাঁর মানুষ। এই উৎসবে স্থানীয় বিভিন্ন স্কুলের পড়ুয়া ছাড়াও অনেক নাট্য ও নৃত্য সংস্থা সামিল ছিল। বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাড়াও স্থানীয় অনেক মানুষ এই উৎসবে যোগদান করেন। হলুদ শাড়ি ও সাদা পাঞ্জাবি পড়া যুবক-যুবতীদের ভিড় দেখা গিয়েছে কলেজ চত্বরে। শান্তিনিকেতনের ধাঁচেই বনগাঁয় এবারের বসন্ত উৎসব শেষ হল।