Bibhutibhusan BandyopadhyayEntertainment Lifestyle Others 

বিভূতি জন্মশতবর্ষে “প্রমীলা কৃতী রত্নসম্মান”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রমীলা কৃতী রত্নসম্মান-২০২০। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১২৫-তম জন্মশতবর্ষকে স্মরণে রেখে ইন্ডিয়ান ফটো অ্যান্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে প্রমীলা কৃতী রত্নসম্মান। আগামী ১৪ মার্চ আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট হলে এই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের উদ্দেশ্য, বাংলার সমস্ত কৃতী প্রমীলা যাঁরা নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের নজির গড়েছেন তাঁদের উদ্যমকে স্বীকৃতি দেওয়া। অনেক নারীই সমাজের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তবে পাদপ্রদীপের আলোর বাইরে থেকে গিয়েছেন সর্বদা। এই ধরনের নারীদের চিহ্নিত করে প্রচারের আলোয় নিয়ে আসতে ইন্ডিয়ান ফটো অ্যান্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন সংস্থাটি আসরে নেমেছে। এর আগে চারবার এই প্রয়াস নিয়েছে সংস্থাটি।

Related posts

Leave a Comment