১৪ মার্চ রবীন্দ্র ওকাকুরা ভবনে “শ্রীমতী চলে”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ১৪ মার্চ রবীন্দ্র ওকাকুরা ভবনে আয়োজিত হতে চলেছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। ভাস্বতী দত্তের একক নিবেদন- “শ্রীমতী চলে”। বসন্ত এলেই প্রেমের বার্তা। অন্যদিকে চিরন্তন প্রেমের এক অনন্য নিবেদন শ্রীরাধিকা। তিনি বৈষ্ণব পদাবলীর শ্রীমতী এবং বৌদ্ধ ধর্মের এক গৃহকোণের আরাধিকা। এই শ্রীমতীর নিবেদনই সঙ্গীতের সুরে ফুটে উঠবে ভাস্বতী দত্তের গানে আর দেবাশিস বসুর ভাষাপাঠে। যন্ত্রাণসুসঙ্গে গৌর সাহা, অসীম সরকার, দেবব্রত মুখোপাধ্যায়, সায়ন্তন এবং বুদ্ধ সাধুখাঁ প্রমুখ। এই অনুষ্ঠানের আয়োজক বাগেশ্রী ও ইউ ডি মিউজিক্লাব।