Mukesh AmbaniBreaking News Lifestyle World 

এশিয়ার সেরা ধনীর শিরোপা হারালেন মুকেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শিল্পপতি মুকেশ আম্বানিকে টেক্কা দিলেন “আলিবাবা” গ্রুপের কর্ণধার জ্যাক মা। মুকেশ আর এশিয়ার সেরা ধনী নন।সূত্রের খবর, করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ এবং গত তিন দশকে লাগাতার অপরিশোধিত তেলের দামের সর্বাধিক পতনের জেরে এশিয়ার সবচেয়ে ধনীর শিরোপা হারালেন “রিল্যায়্যান্স ইন্ডাস্ট্রিজ”-র কর্ণধার। এক থেকে দু”নম্বরে চলে গেল “রিল্যায়্যান্স ইন্ডাস্ট্রিজ”। শীর্ষস্থানে পৌঁছে গেল আলিবাবা গ্রুপ।
ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স এই খবর জানিয়েছে।এ বিষয়ে জানা গিয়েছে, নভেল করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত হারে যেভাবে ছড়িয়ে পড়েছে, এরফলে বিশ্বে বড় ধরনের আর্থিক মন্দা চলছে। ফলে একদিনে মুকেশের মোট সম্পদের পরিমাণ কমেছে ৫৮০ কোটি ডলার। যা এই মুহূর্তে মোট সম্পদের পরিমাণের নিরিখে আলিবাবা গ্রুপের জ্যাক মা-র চেয়ে ২৬০ কোটি ডলার পিছনে।

Related posts

Leave a Comment