Jyotiraditya ScindhiaBreaking News Others Politics 

২০ বিধায়ককে সঙ্গে নিয়ে কংগ্রেস ছাড়লেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হোলিতেই বড় ধাক্কা খেল কংগ্রেস। মোদী-শাহের সঙ্গে বৈঠক শেষে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সোনিয়া গান্ধির কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগপত্র। তাঁরই সঙ্গে কংগ্রেস থেকে এদিন পদত্যাগ করেন আরও ২০ বিধায়ক। এই ধাক্কার জেরে বিপর্যস্ত মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। খবরে প্রকাশ, দুপুরে কংগ্রেস প্রেসিডেন্টের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে সন্ধ্যের মুখে বিজেপি-তে যোগ দেন জ্যোতিরাদিত্য। অন্য ২০ পদত্যাগী বিধায়কও আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগদান করেন তাঁর পরপরই। জ্যোতিরাদিত্যের পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল জানান, জ্যোতিরাদিত্যের উপর দলবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই শিবরাজ সিং চৌহানের হাত ধরে বিজেপি-তে যোগ দিয়েছেন বিধায়ক বিসাহুলাল সিং। এদিকে, সিন্ধিয়া পরিবারের এই তরুণ নেতার দলত্যাগের পর অধীর চৌধুরী বলেন, “সিন্ধিয়ার চলে যাওয়া কংগ্রেসের বড় ক্ষতি। মধ্যপ্রদেশ সরকার এরপর আর টিকতে পারবে না।” অধীরবাবু আরও বলেন, “কংগ্রেসে রাজা হয়ে ছিলেন সিন্ধিয়া, বিজেপি-তে গিয়ে তাঁকে প্রজা হয়ে থাকতে হবে।” বিজেপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বিজেপি-তে যোগ দেওয়া জ্যোতিরাদিত্যকে রাজ্যসভার প্রার্থী করতে পারেন মোদী-শাহ।

Related posts

Leave a Comment